#DesiFood

চিংড়ির কাবাব

0
উপকরণ : 

চিংড়ির কিমা এক কাপ, 
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, 
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, 
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, 
সিদ্ধ আলু পরিমাণমতো, 
কর্নফ্লাওয়ার পরিমাণমতো, 
ডিম ২টি, 
ব্রেডক্রাম পরিমাণমতো, 
টমেটো সস পরিমাণমতো, 
লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : 

ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে।


চিংড়ির কাবাব
রেসিপিটি প্রকাশিত হয় ২৪ জুন ২০১৫
1SAMAKAL=LOGO

0 comments:

Post a Comment